এন্ড্রয়েড মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য!!!


এন্ড্রয়েড মোবাইলের প্রয়োজনীয় কোডসমূহ যা কখনো না কখনো আপনার দরকার হবে। তাই জেনে রাখুন।
আমাদের প্রিয় স্মার্টফোনের বিষয়ে আমরা কিছু তথ্য জেনেই খুশি থাকি।
কিন্তু এমন কিছু কোড আছে যার দরুন অ্যান্ড্রয়েডের না-জানা তথ্য আপনার হাতের মুঠোয় চলে আসবে। স্মার্টফোন এর ব্যাপারে কৌতুহলীদের কাছে এগুলি সত্যিই সোনার চাঁদ।
এই কোড গুলো নিম্মে দেওয়া হল
*#06# – IMEI নম্বর
*2767*3855#- ফ্যাক্টরি রিসেট কোড
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য
*#*#273282*255*663282*#*#* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে
*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন *#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড *#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
*#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন *#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু *#7465625#- ফোন লক স্ট্যাটাস *#*#4636#*#* ফোন এবং ব্যাটারি ইনফরমেশন *#*#3264#*#* – র্যাম ভার্সন টেস্ট
এন্ড্রয়েড মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য!!! এন্ড্রয়েড মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য!!! Reviewed by BDTime on 8/22/2016 06:54:00 pm Rating: 5

1 comment:

Powered by Blogger.