অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন বা পিন কোড ভুলে গেলে কিভাবে খুলবেন


বর্তমানে প্রায় সবাই এ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহার করে থাকে ।
এ্যান্ড্রয়েড চালিত
ফোনগুলোতে রয়েছে অনেক ধরনের সুবিধা । আর এরই অংশ হিসেবে ফোনটি নিরাপদ রাখার ক্ষেত্রে রয়েছে কয়েক ধরনের সুবিধা যেমন- পাসওয়ার্ড, প্যাটার্ন লক, পিন লক ।
এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিকিউরিটি সিস্টেমটি হচ্ছে ‘প্যাটার্ন লক’ , এটি অনেকেই ব্যবহার করে থাকে ।
আবার এটি ভুলেও যায় অনেকে ।
যেকারনে ফোনটিকে পুনরুদ্ধার করার জন্য ফ্ল্যাশ বা পুনরায় অপারেটিং সেটআপ দিতে হয় । আর এটি করার জন্য অর্থও খরচ করতে হয় ।
কিন্তু, এবার কারও কাছে না গিয়ে আপনি নিজেই এই কাজটি করতে পারেন ।
আর এজন্য :- ১. প্রথমে ভলিউমের (আওয়াজ কমান- বাড়ানোর) বাটন দুটি চেপে ধরুন ২. ফোন অন-অফ করার বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ফোনটি চালু হয় ।
৩.এরপর দেখবেন চারটি অপশন আসবে, তার মধ্য থেকে রিসেট ফ্যাক্টরি সেটিংস্- এ চাপুন । এটি করার জন্য অপশন পছন্দের জন্য ভলিউমের বাটনগুলো এবং অন- অফ করার বাটনটি পছন্দ করার জন্য ব্যবহার করতে হবে ।
৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে, ফোনটি রিস্টার্ট হওয়া পর্যন্ত
অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন বা পিন কোড ভুলে গেলে কিভাবে খুলবেন অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন বা পিন কোড ভুলে গেলে কিভাবে খুলবেন Reviewed by BDTime on 4/18/2016 08:31:00 am Rating: 5

No comments:

Powered by Blogger.