[মোবাইল টিপস] মোবাইলে স্ক্রিনশট নেওয়ার সহজ উপায়

অনেক সময় নানা প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার দরকার পড়ে। কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহারকারীরা এক্ষেত্রে কিবোর্ডের প্রিন্টস্ক্রিন বাটনটির সাহায্যে স্ক্রিনশট নিতে পারেন।

কিন্তু মোবাইলের কিপ্যাডে তো আর প্রিন্টস্ক্রিন বাটনটি নেই। তাই অনেকেই জানেন না যে, মোবাইলে কীভাবে স্ক্রিশট নেয়া যাবে। অথচ মোবাইলে স্ক্রিনশট নেওয়াটা সবচেয়ে বেশি সহজ এবং তা কোনো প্রকার অ্যাপস ব্যবহার ছাড়াই!

জেনে নিন মোবাইলে কীভাবে খুব সহজেই স্ক্রিশট নিবেন।

সাধারণত নন-ব্র্যান্ড, চাইনিজ ও দেশি বেশিরভাগ অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে Power button+volume down button একসঙ্গে কিছুক্ষণ চেপে রাখলেই স্ক্রিনশট পাওয়া যাবে। স্যামসাং অ্যান্ড্রয়েড ফোনে Home button+volume down button একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরলেই স্ক্রিনশট হয়ে যাবে।
[মোবাইল টিপস] মোবাইলে স্ক্রিনশট নেওয়ার সহজ উপায় [মোবাইল টিপস] মোবাইলে স্ক্রিনশট নেওয়ার সহজ উপায় Reviewed by BDTime on 3/10/2016 07:16:00 am Rating: 5

No comments:

Powered by Blogger.